চন্দনাইশে সিএনজি ছিনতাই মামলার প্রধান আসামি অষ্ট্রেলিয়ান সাইফুল গ্রেপ্তার

চন্দনাইশে সিএনজি ছিনতাই মামলার প্রধান আসামি অষ্ট্রেলিয়ান সাইফুল গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ( ৩৮ ) কে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
গতরাত (৩০ সেপ্টেম্বর) গোপন সূত্রের ভিত্তিতে হাটহাজারী থানার আমানবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তার সাইফুল রাঙামাটি জেলার লংগদু থানার রাংগীপাড়া এলাকার ওসমান গণির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার গাছবাড়ীয়া -ধোপাছড়ি- বান্দরবান সড়কের লট এলাহাবাদের ৩ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চালকের হাত-পা বেঁধে পাহাড়ে ফেলে দিয়ে সিএনজি ছিনতাই করে। ঘটনার পর থেকেই চন্দনাইশ থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে কঠোর নজরদারির মাধ্যামে সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সাইফুল বিভিন্ন সময় নিজেকে অষ্ট্রেলিয়ান প্রবাসীসহ বিভিন্ন ধরনের ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। ছিনতাই করা সিএনজি নির্দিষ্ট ব্যক্তির কাছে বিক্রি করে বলেও স্বীকার করে। সে চারটি মামলা ছাড়াও চালক হত্যা মামলা সহ কয়েকটি মামলায় সন্দিগ্ধ আসামি বলেও পুলিশ সূত্রে জানা যায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে, সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির। দীর্ঘ চেষ্টার পর তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রটির অন‍্য সদস‍্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email