
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায় এবং অন্যায়, অবিচার ও অন্ধকারের পথ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। প্রতিটি ধর্মের মূল বাণী হচ্ছে মানবকল্যাণ। এদেশে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে শতকরা নব্বই ভাগের বেশি মুসলিম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের অনুসারীরা অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন যুগ যুগ ধরে। তাই ধর্মকে ব্যবহার করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা ও অনাচার সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে।
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের শিববাড়ি লেইনে শারদীয় দুর্গাপূজার নবমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা ও চকবাজার, ০৬নং পূর্বষোলশহর ও চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি আরোও বলেন, পতিত আওয়ামী লীগ সব সময় সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি করেছে। তারা সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন করে দেশকে সব সময় ব্যস্ত রাখত। এখনো তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিছুদিন ধরে পার্বত্য এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। বিএনপি গণমানুষের দল। বিভেদ বা বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। আমরা সবার ধর্মীয় অধিকার ও মূল্যবোধে বিশ্বাসী। পাহাড় কিংবা সমতলে প্রতিটি জায়গায় আমরা সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই দেশ পাহাড়ি-বাঙালি, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো উসকানি বা কারো পাতানো ফাঁদে পা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না। দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র-চক্রান্ত আমরা একত্রিত হয়ে প্রতিহত করবো।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব জাহেদ আহমেদ, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, বাবু দত্ত, রাজকুমার প্রমুখ।