
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।
এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক বলেন, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জাতিসংঘ সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন।
এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করলে এ নিয়ে বাকবিতণ্ডার জেরে এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়। এর প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা।