পাচারের জন্য পাহাড়ে আটকে রাখা ২১ জনকে উদ্ধার

পাচারের জন্য পাহাড়ে আটকে রাখা ২১ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস রিলিজে এ তথ্য জানান।

এর আগে বুধবার (১ আগস্ট) দিবাগত গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ের একটি আস্তানায় এই অভিযান চালানো হয়।

প্রেস রিলিজে কোস্টগার্ড কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বুধবার রাত ১১টায় বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনীর টিম যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন ব্যক্তিকে উদ্ধার করে।

অভিযান চলাকালীন যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email