
অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে তারকাদের জীবনে কতো কিছু ঘটে। এমনই মজার এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমনি। জানালেন, নাচের প্রতি আগ্রহ থেকে ছোটবেলায় এক নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন পরী। কিন্তু, সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে থেকে দেখে এতোই মুগ্ধ হয়েছিলেন যে, রীতিমতো ভয়ে কিংবা লজ্জায় পালিয়ে যান এবং আর কোনদিন ওই স্কুলে ফেরা হয়নি তার।
এই অজানা গল্প উঠে এসেছে মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রায় ১০০ মিনিটের এই পডকাস্টে এসেছে পরীর ব্যক্তিগত জীবনের এমন অনেক কথা, যা কখনো তিনি অন্য কোনও মাধ্যমে শেয়ার করেননি।
পডকাস্টে পরীমনি বলেন, ‘এখন আমি অনেক ভেবে চিন্তে কাজ করি, যেটা আগে করতাম না।’ সন্তানদের জন্যই তার জীবনে এসেছে এই পরিবর্তন, রীতিমতো সঞ্চয়ের অভ্যাসও আয়ত্ত করে ফেলেছেন তিনি দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে।