রাউজানে বিএনপি নেতা আব্দুল হাকিম জানাজা অনুষ্ঠিত

রাউজানে বিএনপি নেতা আব্দুল হাকিম জানাজা অনুষ্ঠিত

কয়েক হাজার মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পাচখাইন দরগাহ স্কুল মাঠে বিকাল ৫ টায় জানাজায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সামির কাদের চৌধুরী, জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, সৈয়দ মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউছুফ তালুকদার, উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন। উপস্থিত ছিলেন জেলা উপজেলার হাজার হাজার নেতা কর্মী।
চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

গতকসল সন্ধ্যায় রাউজানের বাড়ি থেকে শহরে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গুলিতে খুন হন রাউজানের বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ব্যবসায়ী আব্দুল হাকিম। দুর্বৃত্তরা হাকিমের গাড়ি আটকিয়ে কাছ থেকে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে চলে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার স্থানীয় বিএনপি বিক্ষোভ করে রাউজানের কয়েকটি এলাকায়। তারা কাপ্তাই সড়ক কিছু সময় অবরোধও করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email