আনোয়ারায় এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আনোয়ারায় এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার মাদরাসা, কলেজ, স্কুল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ছিল।
উপজেলার অন্তত ১০টি প্রতিষ্ঠানে ঘুরে দেখা গেছে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বরুমচড়া গাউছিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা, জুঁইদন্ডী খুরুস্কুল সরেঙ্গা উচ্চ বিদ্যালয়, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া মাদ্রাসা, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়, তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়, বশিরুজ্জামান (হাইলধর) স্মৃতি শিক্ষা কেন্দ্র ও রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

বিশেষ সূত্র জানায়, আনোয়ারা উপজেলায় বর্তমানে ২৩টি উচ্চ বিদ্যালয় এবং ১১টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষক কর্মরত।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাধ্যমিক শিক্ষক জানান, “আমরা সরকারের কাছে কোনো বেআইনি দাবি করিনি। ঢাকায় ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকরা অংশ নিয়েছিল। সেখানে হামলার প্রতিবাদেই কর্মবিরতি পালন করছি। কিন্তু কিছু প্রধান শিক্ষক আমাদের এ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন।”

এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি আনোয়ারা উপজেলার সভাপতি ওসমান গনি দাবি করেন, “আনোয়ারায় আমাদের সংগঠনের কর্মবিরতির কোনো কর্মসূচি নেই। আমাদের প্রতিষ্ঠানে পাঠদান চলছে।

বাংলাশে মাদরাসা শিক্ষক পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন,“বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরে ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দক্ষিণ চট্টগ্রামের এমপিওভুক্ত সকল মাদরাসায় আজ থেকে অনির্ষ্টিকালের কর্মবিরতি শুরু হয়েছে।”

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হাক্কানী বলেন,“শিক্ষকরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করছেন। কিন্তু আন্দোলনরতদের ওপর হামলা অমানবিক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email