রাউজানের গহিরার পশ্চিম দলইনগরের আগুনে পুড়ে নিঃস্ব ৬ টি পরিবার

রাউজানের গহিরার পশ্চিম দলইনগরের আগুনে পুড়ে নিঃস্ব ৬ টি পরিবার

১৩ অক্টোবর সোমবার সকাল ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও মোঃ জালালুদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ আইয়ুব কবির লিটন, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম সহ মোট ৬ টি পরিবারের নগদ টাকা, স্বর্ণ অলংকার, আসবাবপত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছে ক্ষতিগ্রস্তরা।

মোঃ জালাল উদ্দীন বলেন আমি কর্মস্থলে ছিলাম, ছুটে এসে দেখি কিছুই অবশিষ্ট নেই। দুই ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা, জায়গা জমির দলিল, আমার নিজের একাডেমিক সার্টিফিকেট সহ প্রয়োজনীয় আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্ত্রী ডাক্তারের কাছে থাকায় এমনকি পরণের কাপড় ছাড়া আর কোনো কাপড়ও অবশিষ্ট নেই।
বাকি পরিবারগুলোরও একই অবস্থা।

এলাকাবাসী জানান আনুমানিক সকাল ১১ টায় আগুনের ধোঁয়া দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করা হলেও কিন্তু কিছু বুঝে উঠার আগেই আগুনে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে, ততক্ষণে কিছুই অবশিষ্ট ছিলোনা।

খবর পেয়ে গহিরা ইউনিয়ন বিএনপি আহবায়ক জাহাঙ্গীর মিয়াজীসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন, ইউনিয়ন বিএনপি ও গহিরা ইউনিয়ন উন্নয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন এবং ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুছা খান মেম্বার ও গহিরা ইউনিয়ন বিএনপির সচিব মাহবুব আলম নেতৃবৃন্দের সাথে নিয়ে পরিদর্শন করেন। এসময় তিনি সাবেক এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email