সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর  তিন দিনব্যাপী ওরশ সম্পন্ন

সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর  তিন দিনব্যাপী ওরশ সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, আওলাদে রাসুল (স.) হযরত গাউছুল আজম শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.)’র ১৬৩তম খোশরোজ শরীফ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই খোশরোজ শরীফে দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত-আশেকানের সমাগম ঘটেছে। লোকে লোকারণ্য হয়ে উঠেছিল দরবারসহ আশপাশের এলাকা। আজ মঙ্গলবার ১৪ অক্টোবর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারীর এসোসিয়েশনের উদ্যোগে এই খোশরোজ সম্পন্ন হয়। খোশরোজে আসা ভক্ত ও আশেকানরা মাইজভাণ্ডার দরবার শরীফে এসে গাউছিয়া রহমান মঞ্জিলে সারিবদ্ধভাবে সাজ্জাদানশীল শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ.)’র সাথে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন।

আশেকানে ভক্তরা মাইজভাণ্ডার দরবার শরীফের সকল রওজায় জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরনের জন্য কোরআন তেলোয়াত, জিকির-আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল ছিলেন। গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেন। ফলে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই লাখ লাখ ভক্তের অংশগ্রহণে খোশরোজ শরীফ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী দিবসে কর্মসূচি শেষে মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে ভক্তবৃন্দকে সাথে নিয়ে আছরের নামাজের পর সার্বিক কল্যান সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-মাইজভাণ্ডারী। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল বশর আল-হাছানী আল-মাইজভাণ্ডারী। পবিত্র খোশরোজ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, থানা, হাইওয়ে পুলিশসহ সকল ভক্ত ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email