জিয়া ফুটবল টুর্নামেন্টের মিডিয়া কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিয়া ফুটবল টুর্নামেন্টের মিডিয়া কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফল করতে প্রস্তুতি সভা করেছে মিডিয়া কমিটি। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সিজেকেএস) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক বিপ্লব দে পার্থ। মিডিয়া কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিডিয়া কমিটির সদস্য ইমরান এমি, নুর জাহেদ বাবলু, খোরশেদ আলম শিমূল, এস এম শহীদ ইকবাল, মোহাম্মদ মহসিন, রাসেল চৌধুরী, কামরুজ্জামান তারেক সহ অন্যরা।

আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। দলগুলোতে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় তুলতে এবং ফুটবলের জাগরণ করতে এই টুর্নামেন্টের আয়োজন। ধারাবাহিকভাবে সারাদেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email