হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের সভাপতি খুন

হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের সভাপতি খুন

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চিকনদন্ডী ছাত্রদলের সভাপতি অপি দাশ (২৬) খুন হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপি দাশ চৌধুরীহাট দাতারাম সড়ক এলাকার বাসিন্দা মিন্টু দাশের ছেলে। তিনি চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় বাজারের পাশে অপি দাশ আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে এটি হাতাহাতিতে পরিণত হয় এবং অপি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সংশ্লিষ্ট যুবকরা। স্থানীয়রা এখনও বিরোধের প্রকৃত কারণ জানতে পারেননি।

পুলিশ এ ঘটনায় অভিযান শুরু করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও পেছনের সংশ্লিষ্টদের খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিহত অপি দাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email