
স্বর্ণের নতুন দাম (ভরি অনুযায়ী):
২২ ক্যারেট: ২,১৬,৩৩২ টাকা
২১ ক্যারেট: ২,০৬,৪৯৯ টাকা
১৮ ক্যারেট: ১,৭৭,০০১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪৭,৩৫১ টাকা
এটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ স্বর্ণের দাম বলে জানিয়েছে বাজুস।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে সোনার দর বৃদ্ধি এবং দেশীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়াকে উল্লেখ করেছে সংগঠনটি।
মূল্যের সঙ্গে অতিরিক্ত খরচ:
বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও গুণগতমান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।
রুপার দাম অপরিবর্তিত:
এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান বাজারে প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে-
২২ ক্যারেট: ৬,২০৫ টাকা
২১ ক্যারেট: ৫,৯১৪ টাকা
১৮ ক্যারেট: ৫,০৭৪ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৮০২ টাকা
সোনার এই দামের ঊর্ধ্বগতি ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুম সামনে রেখে স্বর্ণ কেনার পরিকল্পনায় থাকা অনেকেই পড়েছেন চাপে।