বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা- বক্কর

বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা- বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নভেম্বরে গণভোটের কথা বলে একটি অশুভ শক্তি মাস্টারপ্ল্যান করছে। তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে।শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য মৌলিক নীতির বাইরে কথা বলছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের জন্য বাহিনী তৈরি করেছে। নিজেদের ক্ষোভের জোরে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে। পিআর, সংস্কার, গণভোট এসব নানামুখী বিতর্ক সৃষ্টি করে তারা নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। অথচ সাধারণ মানুষ পিআর সম্পর্কে জানে না। তাই মানুষকে বিভ্রান্ত করা থেকে তাদের বিরত থাকতে হবে। বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এখানে সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

তিনি শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর চকবাজার ধনির পুল এলাকায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর চকবাজার ধনির পুল ফালাহ গাজী জামে মসজিদের সামনে শুরু করে চকবাজার কাচাবাজার, তেলিপট্টি মোড়, অলি খাঁ মসজিদ মোড়, গুলজার মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। জনগণই রাষ্ট্রের মালিক, এই বিশ্বাস থেকেই তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। সেখানে প্রতিটি বিষয়ে সুস্পষ্ট ভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। বিএনপি দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই ৩১ দফার পক্ষে সর্বত্র জনমত গঠন করতে তৃনমূল বিএনপিকে কাজ করতে হবে।

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক এমদাদুল হক বাদশার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আমিন মাহমুদ চৌধুরী, ইব্রাহিম বাচ্চু, রেজিয়া বেগম মুন্নি, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মোহাম্মদ মনসুর, অঙ্গ সংগঠনের কামরুন নেছা, নাছিমা আক্তার, দুলাল সওদাগর, শামিম আহমদ, জিয়াউল হক মিন্টু, জাহেদুল হক, মো. সেলিম, মো. সোহেল, জাকির হোসেন, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, মো. মিজান, মো. আলমগীর, মো.বাপ্পি, মো. মিজান, মো. জাহেদ মো. শরীফ, ওমর ফারুক রানা, মো. মোস্তফা আলম, মো. মিনু, মো. হীরা, জহির উদ্দিন, রিয়াজ উদ্দিন, মো. শাহাবুদ্দিন প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email