
১৮ অক্টোবর শনিবার বিকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন যৌথ উদ্যোগে কাগতিয়া বাজারে প্রবীন বিএনপি নেতা সলিম উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদল নেতা নেছারুল হায়াত খানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হারুন উর রশিদ সিকদার, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ফোরকান ফারুকী, আবদুল মান্নান মাস্টার, আবু তৈয়ব খান, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আজগর হোসেন, আলহাজ্ব নুরুল হক সওদাগর, ওসমান চৌধুরী, রফিকুল আলম সিকদার, মোহাম্মদ লোকমান হোসেন, আবদুর রশিদ ঘড়ি, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ হোসেন সওদাগর, ইউনুস সওদাগর, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ মফজল আহমদ মজু, মোহাম্মদ লোকমান, শেখ মোহাম্মদ, মোহাম্মদ মিয়া, মৌলানা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আমজাদ হোসেন, বিপ্লব বিশ্বাস, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শাহাজাহান, নুর মোহাম্মদ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ নেজাম, আবু বক্কর, মোহাম্মদ টিটু, মোহাম্মদ তৈয়ব, গিয়াস উদ্দিন, মাদব জলদাশ প্রমুখ।
বক্তাগণ বক্তব্য রাখতে গিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই এ প্রচার কার্যক্রম। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। তার হাত ধরে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে।
উঠান বৈঠকে বক্তাগণ আরো বলেন জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করতে প্রত্যন্ত এলাকায় ৩১ দফা জনগনের সামনে তুলে ধরার উদ্ধাত্ত আহবান জানান।