হলুদ শাড়িতে নজর কাড়লেন জয়া

হলুদ শাড়িতে নজর কাড়লেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের রূপ ও ফ্যাশন সেন্সের জুড়ি নেই। বরাবরের মতো ফের রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। সকাল সকাল একগুচ্ছ ছবিতে ফের আটকে গেল চোখ; নয়া অবতারে ফুটে উঠল তার অনন্য এক সৌন্দর্য।

রোববার সকালে ফেসবুকে জয়ার পোস্ট করা তিনটি কোলাজ ছবিই ছিল যথেষ্ট। দেখা যায়, হলুদ রাঙা শাড়িতে অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রন। কখনো হাস্যোজ্জ্বল, কখনো বা শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।

বলা বাহুল্য, জয়া যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। এক ভক্ত তো রীতিমতো সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর দ্যুতি দেখে! তার মন্তব্য, ‘সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।’ কেউ আবার লিখেছেন, ‘রঙিন শাড়িতে রূপের মায়া’, কেউ আবার ভালোবাসার ইমোজিতে জানিয়েছেন মুগ্ধতা।

জয়ার শাড়িপ্রেম নতুন নয়। সদ্যই কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। এর কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। তবে, ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক; সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সব সময়ই আলোচনায় থাকে। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনায়ও বারবার নিজেকে সেরা প্রমাণ করছেন জয়া আহসান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email