
সাভারে বিইউপির এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। রোববার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী আফরোজ মৌসুমি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম আমাদের বোনেরা ক্যাম্পাসসহ দেশের সব জায়গায় নিরাপদ থাকবে। অথচ আছিয়াসহ গত এক বছরে দেশে প্রায় তিন হাজারের অধিক ধর্ষণ হয়েছে। বিইউপির যে বোন ধর্ষিত হয়েছে তার বিচার হোক। বিইউপির শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়া হোক।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাজু হাসান রাজন বলেন, খুবই দুঃখের সাথে বলতে হয় আগস্ট পরবর্তী সময়েও গণধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইন্টিরিমকে বলতে চাই, আপনারা দেশ পরিচালনার ন্যূনতম যোগ্যতা রাখেন না।
তিনি আরও বলেন, আমরা কিছুদিন আগে আমাদের বোন আছিয়া ধর্ষণের প্রতিবেদে এই শহিদ মিনারে কর্মসূচি পালন করেছিলাম। এই বিচার শেষ না হতেই আবারও ধর্ষণের ঘটনা ঘটছে। আমি মনে করি, আছিয়ার বিচারে ইন্টিরিম ব্যর্থ হওয়ায় ধর্ষণের ঘটনা নিত্যদিন বেড়েই চলেছে।