
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে তরুণ সমাজকে সম্পৃক্ত করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে “এসডিজি ফেস্টিভ্যাল অব এ্যাকশন-২০২৫” আয়োজন করা হয়েছে। এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় অনুষ্ঠিতব্য এ উৎসবের প্রধান লক্ষ্য হলো তরুণদের সৃজনশীলতা, সামাজিক দায়িত্ববোধ ও উদ্ভাবনী শক্তিকে টেকসই উন্নয়নের অভিযাত্রায় সম্পৃক্ত করা। ৭ দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৫ অক্টোবর, শনিবার, সকাল ৯টায় সিআরবি থেকে সাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ফেস্টিভ্যাল চলাকালীন অন্যান্য প্রধান কর্মসূচিগুলো হলো আগামী ২৬ অক্টোবর, বিকাল ৩ টায় পতেঙ্গা সী বীচ পরিচ্ছন্নতা অভিযান ও পথনাটক “প্লাস্টিক ছাড়ো পৃথিবী বাঁচাও”, ২৭ অক্টোবর, সকাল ১০ টায় ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে সবুজ বাগান প্রতিষ্ঠা, ২৮ অক্টোবর, সকাল ১০ টায় ফরেস্ট একাডেমি, চট্টগ্রামে ওয়ার্কশপ, ২৯ অক্টোবর, সকাল ১০টায় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, ৩০ অক্টোবর, বিকাল ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, চট্টগ্রাম সেন্টারের সেমিনার হলে তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী মেলা, ৩১ অক্টোবর, বিকাল ৩টায় জেলা পরিষদ, চট্টগ্রাম’র মিলনায়তন পলিসি ডায়ালগ এবং সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। এ আয়োজনে পরিবেশবাদী সংগঠন, যুব সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠান সম্পৃক্ত রয়েছে। উক্ত আয়োজনগুলোতে অন্তবর্তী সরকারের মাননীয় উপদেষ্টাগণ, চসিক মেয়র, বিভাগীয় কমিশনার, স্থানীয় বিশিষ্টজনসহ প্রায় ৩,০০০ অংশগ্রহণকারী সংযুক্ত হবে। কর্মসূচীসমূহে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে সফল করে তোলার জন্য এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার অনুরোধ জানিয়েছেন।







