আনোয়ারায় অস্ত্রসহ ৭ডাকাত আটক

আনোয়ারায় অস্ত্রসহ ৭ডাকাত আটক

চট্টগ্রামের আনোয়ারা থানাধীন কালীগঞ্জ ব্রিজ এলাকায় পুলিশের অভিযানে সাতজন ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে কালীগঞ্জ ব্রিজ এলাকায় ২০–২৫ জন ডাকাত চারটি সিএনজি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ পুলিশ টহল টিম হানা দিলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সাতজনকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা: পরৈকোড়া গ্রামের মোঃ সাকিব প্রকাশ শাকিল (২১), শাহাদাত হোসেন (২২), পটিয়ার ভান্ডারগাঁও এর মোহাম্মদ নেছার (২২), মোঃ সাইফুল ইসলাম (৩৫),গৌরনখাইন এর মোঃ আরিফুল ইসলাম প্রকাশ বাবু (২৫), শান্তির হাটের মোঃ হাবিব (২৩),
দক্ষিন আশিয়াইশ এর মোঃ রাজীব চৌধুরী (২১)।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম:
১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপ গান সদৃশ লোহার অস্ত্র, ১টি লোহার বাহারি দেশীয় অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি বড় রামদা, ১টি কুড়াল।

অভিযান বিষয়ে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ডাকাতদল পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে আমাদের টহল টিম তাদের আটক করতে সক্ষম হয়।”
“ডাকাতদলের এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে আমরা সর্বদা সজাগ। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের কাছে তথ্য ছিল যে একটি সক্রিয় গ্রুপ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক টহল পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এছাড়াও আনোয়ারা থানার এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email