চমেক ছাত্রদল নেতা শহীদ আবিদুর রহমানের স্মরণ সভায় ডা. শাহাদাত

চমেক ছাত্রদল নেতা শহীদ আবিদুর রহমানের স্মরণ সভায় ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রদল নেতা শহীদ আবিদুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পাঁচলাইশের সাম্পান রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ আবিদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আবিদ একজন মেধাবী ও সংগঠক ছাত্র ছিল। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আবিদের হত্যাকারীরা আজও বিচারের বাইরে। তবে আমরা বিশ্বাস করি, আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না, এবং সময় আসবে, এই খুনিদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি আবিদকে ব্যক্তিগতভাবে চিনতাম। চিকিৎসক জীবনে মেডিকেলে অনেক হত্যাকাণ্ডের সাক্ষী আমি নিজেই—১৯৯০ সালে শাহ মোয়াজ্জেম হোসেন মিঠু, ১৯৯৩ সালে ডা. মির্জান, বোরহান, ফরিদসহ ট্রিপল মার্ডার, ১৯৯৫ সালে আহসান উল্লাহ আপেল হত্যাকাণ্ড—এসবই ছাত্রলীগের নৃশংস রাজনীতির ফল। আবিদের হত্যাও তারই ধারাবাহিকতা।

মেয়র আরও বলেন, যারা আবিদের হত্যা মামলায় খালাস পেয়েছে, তাদেরও বিচার হতে হবে। আমরা তাদের খুঁজে বের করব এবং বিচারের মুখোমুখি করব। আওয়ামী লীগ বিচারব্যবস্থা, পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ করেছে, তবুও জনগণ একদিন ন্যায়বিচার আদায় করবে।

স্মরণসভায় মেয়র শহীদ আবিদের বড় বোন মোর্শেদা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাস দেন, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাইব, যেভাবেই হোক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড‍্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়েজুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর বিএনপির সাবেক স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ড্যাব পার্বত্য জেলা শাখার সভাপতি ডা. নীলু কুমার তন্চঙ্গ‍্যা, যুগ্ম সম্পাদক ডা. রিফাত কামাল রনি, ডা. মো. মিনহাজুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাবিব তান্না, ডা. ইফতেখার মো. আদনান, শহীদ আবিদ বড় বোন মোর্শেদা আক্তার। চমেক ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাসিবুল হাবিবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ইমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডা. ইয়াসিন আরাফাত, ডা. মাহমুদুল হাসান, ডা. মো. মইনউদ্দিন মইন, চমেক ছাত্রদলের সাবেক আহ্বায়ক ডা. সাদ্দাম হোসেন, ড‍্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান ইমাম, ডা. তারিকুল ইসলাম জনি, ডা. ইয়াসির আরাফাত, চমেক ছাত্রদলের সহ সভাপতি তানভীর আহমেদ, নাফিজ ইমতিয়াজ নিশান, তাহের আহমেদ সিদ্দিকী, সামেদ বিন জসিম, বিজিসিটিমেক সাধারণ সম্পাদক রায়হান আদনান, সি. সহ সভাপতি আমিনুল ইসলাম, ইউএসটিসি ছাত্রদলের সভাপতি হাবিবুল করিম তানিম, সাধারণ সম্পাদক সাজিদ রোহান, যুগ্ম সম্পাদক ফারহান মুহিব, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান এতে আরও বক্তব্য রাখেন সারগাম নেতা ডা তৌহিদ, আসিফ হাসান নিয়ন, আল নাদিম সামি, দিবাকর রায় প্রমুখ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email