যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম এল চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম এল চট্টগ্রাম বন্দরে

বাংলাদেশ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে জি টু জি (সরকার থেকে সরকার) ভিত্তিতে গম আমদানি শুরু করেছে।

শনিবার (২৫ অক্টোবর) উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে চট্টগ্রাম বন্দরে গমের প্রথম চালান এসেছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নোরস স্ট্রিড জাহাজটি শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র থেকে আসা গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email