
সিসিএস মেয়র চ্যালেন্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ অংশগ্রহণকারী ৫ দলের সাথে মিডিয়া উপ কমিটির মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য আসন্ন সিসিএস মেয়র চ্যালেন্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মিডিয়া উপ কমিটির আহবায়ক মোহাং শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সদস্য দেবাশীষ বড়ুয়া দেবু, এজেডএম হায়দার, মোহাম্মদ সেলিম, সাইফুল্ল্যাহ চৌধুরী, মোহাম্মদ ফারুক, তাজুল ইসলাম, সোহেল সরওয়ার সহ সংলিষ্ট কর্মকতারা।
সভায় মিডিয়া কমিটির পক্ষ থেকে আসন্ন মেয়র চ্যালেন্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সফল ও সুন্দর করতে খেলোয়াড় ও কর্মকতাদের মাঠে সুন্দর পরিবেশ ও শৃংখলা বজায় রাখার জন্য দলগুলোর প্রতি আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী দলের কোচ, ম্যানেজার ও অধিনায়ক দলের প্রস্তুতি ও লক্ষের কথা তুলে ধরেন।
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাবের কোচ মোহাম্মদ নাসির বলেন, চ্যাম্পিয়নশিপ অর্জনের লক্ষ্যে গড়া দল নিয়ে আমি খুশি। দলে তেমন কোন দুর্বলতা নেই। অন্যান্য সব দলই মোটামোটি শক্তিশালী। তবে শক্তির দিক থেকে ব্রাদার্স ইউনিয়ন ও কল্লোল সংঘ গ্রীন এগিয়ে রাখছে মোহাম্মদ নাসির। মোহামেডানের পক্ষে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টে দলীয় ম্যানেজার আইনুল কবির জিতু ও ফুটবল কমিটির সাধারণ সম্পাদক দিদার হোসেন।
ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রধান কোচ নাজিম উদ্দীন নাজু দলের প্রস্তুতি প্রসঙ্গে বলেন,
আলহামদুলিল্লাহ আমি খুশি, যে সব দিকে দুর্বলতা রয়েছে তা আশা করি অনুশীলনের মাধ্যমে কাটিয়ে উঠব। মাঠে ভাল খেলার চেষ্টা করবে খেলোয়াড়েরা। তিনি বলেন, সিটি করপোরেশনকে সমিহ করে খেলতে হবে।
ককজহিজ১জব্রাদার্স ইউনিয়ন পক্ষে আরও উপস্থিত ছিলেন দলীয় ম্যানেজার মোঃ ইফতিয়ার উদ্দিন সুমন।
কল্লোল সংঘ গ্রীন এর কোচ সামশুউদ্দিন চৌধুরী বলেন,
সবার পরে টিম গঠন কার্যক্রম শুরু করায় আমরা কিছুটা পিছিয়ে আছি। তার চোখে মোহামেডান ভাল দল। আরও উপস্থিত ছিলেন দলের সমন্বয়ক সালাউদ্দীন জাহেদ।
এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের কোচ সাজু জানান, বড় দলগুলোর পাশাপাশি নবাগত হিসাবে ভাল দল গঠন করার চেষ্টা করেছি। টিমে অর্থের ঘাটতি না থাকায় ভাল টিম করতে পেরেছি। আশা করি মাঠের ফলাফলও ভাল হবে। সাজু টুর্ণামেন্টে
ব্রাদার্স ইউনিয়নকে সেরা মনে করছে। এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের পক্ষে আরও উপস্থিত ছিলেন
সিটি কর্পোরেশন একাদশের কোচ আনোয়ার হোসেন বলেন, দলে অনেক গাড়তি ও ডিফেন্সে দুর্বলতা আছে।
টুর্নামেন্টে আমাদের টার্গেট সেমিফাইনাল। আশা করি দল সুন্দর খেলা উপহার দিবে। তার মতে অংশগ্রহণকারী দকল দলই শক্তিমাত্রার দিক থেকে ১৯ – ২০।
উল্লেখ্য আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে সিজেকেএস ক্লাব সমিতির আয়োজনে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় ৫ দলের অংশগ্রহণে মেয়র চ্যালেন্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।







