
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলেরহাট বাজার ও দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভা করেছেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ২নং হোসনাবাদের বিভিন্ন পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
তিনি বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সমতা ও সুশাসনের প্রতীক। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অংশ নিন।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. শাহ আলম, যুব বিভাগের সভাপতি সরোয়ার হোসেন, হোছনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মহিউদ্দিন বাবু প্রমুখ।
নেতৃবৃন্দরা পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এরআগে তিনি পারুয়ায় পুকুরে পরে মারা যাওয়া তিন শিশুর পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভা করছেন ডা. এটিএম রেজাউল করিম।







