
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। চোট থেকে সেরে উঠে বাংলাদেশ দলে ফেরা অধিনায়ক লিটন দাসের টস–ভাগ্য সহায় হলো না। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
এ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে ৭ বছর পর টি–টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। ২০১৮ সালে সিলেট ও মিরপুরে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজে ২–১ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।
লিটন দাসের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। তার অধিনায়কত্বে আফগানদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই জাকেরের আজ একাদশেই জায়গা হয়নি।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।







