হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জিতলেও জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে পারল না বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকরা হেরেছে ১৬ রানে। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফররত ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করে ক্যারিবীয়রা। জবাবে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৪৯ রান।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৫৭ রানের মাথায় হারায় প্রথম ৫ উইকেট। ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ১৫, লিটন দাস ৫, সাইফ হাসান ৮, শামীম পাটোয়ারি ১ ও নুরুল হাসান সোহান ৫ রান করেন।

এরপর তানজিম হাসান সাকিব ও তাওহীদ হৃদয় দেখেশুনে খেলতে থাকেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি হৃদয়; ২৫ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন। নাসুম আহমেদকে নিয়ে তানজিম সাকিব কিছুটা জয়ের স্বপ্ন দেখালেও জেসন হোল্ডার ৩৩ রানে সাকিবকে আউট করে স্বপ্ন ভেঙে দেন। পরের ওভারে নাসুম আহমেদ ১৩ বলে ২০ রান করে ফিরে যান।

চট্টগ্রামের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক সাই হোপ। দুই ওপেনার শুরুতে মন্থর গতিতে খেললেও পরে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। ওপেনিং জুটিতে ৮.২ ওভারে ৫৯ রান আসে।

বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেন অ্যালিক অ্যাথানেজকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন। অ্যাথানেজ আউট হওয়ার আগে ২৭ বলে ৩৪ রান করেন। আরেক ওপেনার ব্রেন্ডন কিংকে আউট করেন তাসকিন আহমেদ। কিং আউট হওয়ার পরের বলেই শেরফাইন রাদারফোর্ডকেও সাজঘরে পাঠান বাংলাদেশি পেসার। রাদারফোর্ড ৩৬ বলে ৩৩ রান করেন।

অপরদিকে রোভম্যান পাওয়েল ও অধিনায়ক সাই হোপ দেখেশুনে ব্যাট করে দলের রান যোগ করেন। হোপ মাত্র ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করে অপরাজিত থাকেন ৫৮ রানে, আর পাওয়েল অপরাজিত থাকেন ২৫ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন তাসকিন আহমেদ। একটি উইকেটের দেখা পেয়েছেন রিশাদ হোসেন।

এই ফলাফলের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email