রাবি শিক্ষক মামুনের কটূক্তির কড়া জবাব দিলেন মোনামি

রাবি শিক্ষক মামুনের কটূক্তির কড়া জবাব দিলেন মোনামি

হিজাব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্টাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আল মামুনের স্ট্যাটাসটি শেয়ার করে শেহরিন আমিন লেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এ পোস্টটি দুঃখজনকভাবে, আমাদের মধ্যে লুকিয়ে থাকা সাংস্কৃতিক ও রাজনৈতিক গোঁড়ামি, ইসলামোফোবিয়া এবং বৈষম্যমূলক মনোভাবকে প্রকাশ করেছে, যা কিছু একাডেমিক খেতাবের আড়ালে লুকিয়ে থাকে।

তিনি লেখেন, আমাদের শিক্ষক সম্প্রদায়ের অনেকেই, দীর্ঘদিন ধরে পক্ষপাত, অসম্মান এবং কুসংস্কার সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বেগকে উড়িয়ে দিয়ে আসছেন।

তিনি আরও লেখেন, এ স্ট্যাটাসটি একটি স্মারক, যে এ ধরনের উদ্বেগ এবং অভিযোগ ভিত্তিহীন ছিল না এবং নয়। বরং এটি প্রকাশ করে যে আমরা কতটা গভীর এবং বিপজ্জনকভাবে সাম্য, নৈতিকতা এবং সম্মানের নীতিগুলি বজায় রাখতে ব্যর্থ হয়েছি যা একটি একাডেমিক সম্প্রদায়কে সংজ্ঞায়িত করা উচিত।

সবশেষে শেহরিন আমিন লিখেছেন, আমরা কখন আমাদের শিক্ষার্থীদের কেবল তাদের পছন্দ, বিশ্বাস এবং পরিচয়ের জন্য সূক্ষ্ম বৈষম্য এবং বিচারের শিকার করা বন্ধ করব?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email