
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে কেন্দ্র এজেন্ট মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৯ অক্টোবর বিকেলে ঈদগাঁও বউবাজারস্থ পাহাড়তলী আইডিয়াল একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নগর ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক আযমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী কমিটির পরিচালক ও হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী সবুজ।
প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী।
পাহাড়তলী থানা জামায়াতের আমীর নুরুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হালিশহর থানা নায়েবে আমীর ড. শাহাদাত হোসেন, হালিশহর থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ, খুলশী থানা সেক্রেটারী আমান উল্লাহ আমান, পাহাড়তলী থানা সেক্রেটারি আহসান উল্লাহ, হালিশহর থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক এবং ডবলমুরিং থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মাকছুদুর রহমান।
প্রধান অতিথি ফখরে জাহান সিরাজী তার বক্তব্যে বলেন, “নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশিক্ষিত এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা, সততা ও ধৈর্য নিয়ে সবাইকে কাজ করতে হবে।”
প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী বলেন, “এজেন্টদের মিষ্টভাষী, ধৈর্যশীল ও শৃঙ্খলাপরায়ণ হতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে পেশাদারিত্ব ও নৈতিকতার পরিচয় দিতে হবে, যাতে জনগণের আস্থা অর্জন করা যায়।”
কর্মশালায় নির্বাচনী দায়িত্ব, আইনগত দিক, আচরণবিধি ও কেন্দ্র পরিচালনার কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শতাধিক পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন এবং তারা আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
 
								 
				 
															







