
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেছেন ছাত্ররাজনীতি হবে আদর্শিক।যখন রাজনীতি মানে ছিল সুবিধা, তখন আমরা করেছি আদর্শের রাজনীতি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি।যখন অন্যরা চুপ থেকেছে তখন ছাত্রদলের তরুণরা বুক পেতে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে।দীর্ঘ ১৭ বছর বলা যায়, একটি প্রজন্মের সময়।এই দীর্ঘ সময়ে বাংলাদেশ দেখেছে ভয়,দেখেছে অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধে বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এই সময় তিনি ছাত্রনেতাদের উদ্দেশ্যে প্রত্যেক ছাত্রনেতা কে আদর্শিক ছাত্রনেতা হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান।
শুক্রবার ৩১ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে মহানগরের আওতাধীন কলেজ সমূহের আহবায়ক, সদস্য সচিব, ও সিনিয়র যুগ্ন আহবায়কদের নিয়ে অনুষ্টিত জরুরী সভায় তিনি এসব কথা বলেন।
নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন,ছাত্রদল আমাদের আবেগের সংগঠন।শিক্ষা,ঐক্য, প্রগতি এই তিন মূলনীতি কে ধারন করে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে ভুমিকা পালন করার নির্দেশ দেন কলেজ নেতৃবৃন্দকে।কলেজ ক্যাম্পাসে যাতে গুপ্ত সংগঠন অপপ্রচারের মাধ্যমে কোমলমতি ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপার সজাগ থাকার আহবান জানান।ছাত্রদল অতীতে সব সময় ছাত্রছাত্রীদের পাশে ছিল ঠিক তেমনি ভবিষ্যতে ও ছাত্রদের যে কোন অধিকার আদায়ের লড়ায়ে ক্যাম্পাসে ছাত্রদল কে পাশে থাকার জন্য আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের জৈষ্ঠ্য যুগ্ন আহবায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ন আহবায়ক এম এ হাসান বাপ্পা,মোহাম্মদ আনাছ,সদস্য শামসুদ্দীন শামসু, কামরুল হাসান আকাশ সহ কলেজ নেতৃবৃন্দ।
 
								 
				 
															







