
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে শান্তিপুর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ গ্রহণ করে বলেন:
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের নিশ্চয়তা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। যেখানে প্রতিবন্ধী নাগরিকগণ বাংলাদেশ সংবিধান ও ২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন অনুযায়ী নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।
এই সময় রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ শাহাদাত হোসেন বলেন:
ঢাকায় চাকরি প্রত্যাশী গ্রেজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের আন্দোলনে পুলিশের হস্থক্ষেপ অগণতান্ত্রিক শিষ্টাচার বহির্ভূত আচরণ।
তিনি মাননীয় প্রধান উপদেষ্টার নির্বাহি আদেশে গ্রেজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ ৫ দফা দাবি উত্তাপন করেন। স্থায়ী নিয়োগ নীতিমালা প্রণয়ন করে কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা। শ্রুতি লেখক নীতিমালা সংশোধন করে পরীক্ষায় সমতার সুযোগ প্রধান। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষিত তরুণদের কর্মসংস্থানে অগ্রাধিকার প্রদান। চাকরির বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি। গ্রজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে নিয়োগ প্রদান।
এ ছাড়া উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম সিডিসি-র সিনিয়র সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাষ্টারস সম্পন্ন করা শারীরিক প্রতিবন্ধী মুহাম্মদ মুবারক। তিনি তার বক্তব্যে বলেন, অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়ন টেকসই নয়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি যে, দাবিগুলো যৌক্তিক ও মানবিক সহযোগিতা ও দ্রুত কার্যকর গ্রহণ করবেন। প্রতিবন্ধী ব্যক্তিরা ভিক্ষা নয় তারা সম্মান নিয়ে বাঁচতে চাই।
এ যৌক্তিক দাবি গুলো মেনে নির্বাহি আদেশের মাধ্যমে গ্রেজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির ব্যবস্থা গ্রহণ করুন। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত মানববন্ধন সম্পন্ন করা হয়।







