
কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর অন্যায় ও অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম আদালত চত্বরে জিরো পয়েন্ট এলাকায় কর্ণফুলী নাগরিক পরিষদ ও সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন হয়।
বক্তারা বলেন, কর্ণফুলী সেতুর টোলের কারণে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। প্রতিদিন একই সেতুতে একাধিকবার টোল দিতে বাধ্য হওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যানজট ও সময় নষ্ট হচ্ছে। তাঁরা বলেন, এই টোল ব্যবস্থা এলাকার উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে বড় বাধা সৃষ্টি করছে। বক্তারা অবিলম্বে টোল আদায় বন্ধ করে স্থায়ী সমাধানের দাবি জানান।
সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে ও কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।
গণস্বাক্ষর কর্মসুচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জসিম উদদীন, ব্যাংকার মো: মেহেরাব হোসেন খান, কর্ণফুলী নাগরিক পরিষদের সদস্য সচিব সাংবাদিক শফিক আহমেদ সাজীব, কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ নুর হোসেন আরজু, এইচ এম হারুন অর রশিদ (লাল গোলাপ), অ্যাডভোকেট ওসমান, মো: ইদ্রিস আমিরী, খায়রুল ইসলাম, অ্যাডভোকেট মো: জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আশিষ কিষাণ দাস, মো: আব্দুল মন্নান, মো: তৈয়ব, মো: সেলিম, জীন্নাহ ওবায়েদ, এ এম নুরুদ্দীন, মো: মোবিনুল হক চৌধুরী, মো: আব্দুল মাজেদ, মো: নজরুল হোসেন, সামশুল আলম খোকা, মো: বাহার উদ্দিন, মো: হোসেন টুকু, মো: আরমান, মো: আব্দুল হালিম, নুরুল আবছার, আব্দুল আলীম আব্দুল্লাহ, শাহাদাত খান, নুরুল আলম, মো: ওমর ফারুক।







