হালিশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

হালিশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকার নিজ বাড়ির সামনে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে হালিশহর এ ঘটনা ঘটে। নিহত আকবর ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।

নিহতের ভাই মারুফ জানান, শুক্রবার রাতে মোটরসাইকেলে চার থেকে পাঁচ জনের একদল দুর্বৃত্ত আমাদের বাসার সামনে এসে আমার ভাই আকবরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখানে আরও লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email