শাহ আমানতে বিদেশি সিগারেট ও ক্রিম জব্দ

শাহ আমানতে বিদেশি সিগারেট ও ক্রিম জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টায় বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে তাদের এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ এর যাত্রী মোহাম্মদ গিয়াস উদ্দিনকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কার্টুন বিদেশি মন্ড সিগারেট, ৬ টি মোবাইল ফোন, ১২টি বিউটি ক্রিম এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজার মূল্য ৪ লাখ ১ হাজার ৭’শ টাকা। এসব পণ্যের মাধ্যমে সাড়ে ৮৭ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। আটক যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email