মুরাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৩

মুরাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে শিক্ষাবোর্ডের সামনে এ ঘটনার তথ্য নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে ষোলশহর স্টেশনের দিকে মিছিল করতে থাকে। খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দেয়। ঘটনার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন- পাঁচলাইশের এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) এবং প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।পাঁচলাইশ থানার ওসি বলেন, ‘মিছিল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email