এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সাধারণ সম্পাদক ও ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম সৈয়দ সানোয়ারা আলী সানু’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাতসহ দেশ ও জাতির শান্তি, এবং সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন এবং শিহাব উদ্দিন মোবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এ কে এম পেয়ারু, ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তহিদুস সালাম নিশাত, সদস্য সচিব দিদারুল আলম, আমান উল্লাহ আমান, আবু আহাম্মেদ আবু, সালাউদ্দিন কায়সার লাবু, এম এ হালিম বাবলু, রকিবুল ইসলাম, মোহাম্মদ মহসিন প্রমুখ নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা মরহুম সৈয়দ সানোয়ারা আলী সানু’র রাজনৈতিক জীবন, অবদান ও দলের প্রতি তাঁর নিষ্ঠা ও ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন সাহসী এবং নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি সর্বদা দলের কর্মী ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মতো ত্যাগী নেতার স্মৃতি চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।







