কুমিল্লার চৌদ্দগ্রামে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ী ইউটার্নে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখি একটি ট্রাকের সাথে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী একটি সিএনজি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী নিহত হয়। নিহতরা সবাই সিএনজির যাত্রী। এছাড়া এ ঘটনায় আরও ৫ জন আহত হয়। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব, একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম, আলী হোসেনের ছেলে অটো চালক মাহবুবুল হক, আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম ও অজ্ঞাতনামা আরও একজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী অটো চালক মাহবুবুল হক বলেন, “লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখি একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আমি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পেছনে ধাক্কা দেই। এতে ত্রিমুখি সংঘর্ষ হয়।

চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মদ খোলা কাগজকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা যায়। ট্রাকের ভিতরে সিএনজি ডুকে যাওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email