রাষ্ট্রপতির ‘প্রেসিডেন্ট অর্ডার’ জারি সংবিধানসম্মত নয়-সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতির ‘প্রেসিডেন্ট অর্ডার’ জারি সংবিধানসম্মত নয়-সালাহউদ্দিন আহমদ

বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির এখন কেবল অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রয়েছে, তবে ‘প্রেসিডেন্ট অর্ডার’ জারি করার কোনো সাংবিধানিক বিধান আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি

সালাহউদ্দিন আহমদ বলেন, সনদে বিভিন্ন দলের কিছু নোট অব ডিসেন্ট আছে। সনদে উল্লেখ আছে ইশতেহারে উল্লেখ করে রায় পেলে সেভাবে বাস্তবায়ন করবে, অথচ সুপারিশমালায় নেই। গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে, সেই অবস্থানে আছি।

তিনি বলেন, নতুন নতুন ইস্যু তৈরি করে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে আলাপ করতে হবে। সনদের বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, সেটা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয়।

বিএনপির এই নেতা বলেন, ‘এখন কোনো প্রজ্ঞাপনকে যদি আদেশ হিসেবে নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, তাহলে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে। কিন্তু সেটা আইন হবে না।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email