বিকিনি না পরলে জিততে পারবো না-মিথিলা

বিকিনি না পরলে জিততে পারবো না-মিথিলা

‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। যা বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা।

গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে।

থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা।

ভিডিওতে মিথিলা বলেন, “আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কী কষ্ট করতেছি। একটা এত বড় দেশ, এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের।”
বিকিনি না পরলে জিততে পারবো না-মিথিলা

এতগুলো মানুষের সঙ্গে কম্পিটিশন এবং সবাই ভালো উল্লেখ করে তিনি বলেন, “এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সঙ্গে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক আগায় আসতে হবে।”

বিকিনি না পরলে জিততে পারবো না-মিথিলা

এছাড়া বিকিনি পরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আর আমি কতবার বলব, আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারব না। তো আপনারা তো চান যে আমি জিতি। তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই। এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাতে হয়, তাহলে আমাকে পরতে হবে।”

এদিকে মিথিলার এমন বক্তব্যের পর এর পক্ষে এবং বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে যাচ্ছেন নেটিজেনরা। তাদের একাংশ তাকে আবর আমিরাত এবং পাকিস্তানের সাথে তুলনা করে নানা পোস্ট এবং মন্তব্য করে গেলেও অন্য একটি পক্ষ তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email