
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫ উদযাপন শুরু। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ১৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:০০ ঘটিকায় “Together We Build” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। CWCCI এর প্রেসিডেন্ট জনাব আবিদা মোস্তফার সভাপতিত্বে মূল আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর পূর্নাঙ্গ আলোকপাত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব (অব.) জনাব নাসিম ফারহানা শিরীন।
সভাপতির বক্তব্যে CWCCI এর প্রেসিডেন্ট জনাব আবিদা মোস্তফা নারী উদ্যোক্তাদের জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বলেন, “Together We Build” প্রতিপাদ্যের প্রকৃত শক্তি হলো সম্মিলিত প্রচেষ্টা, উদ্ভাবন এবং পারস্পরিক সহযোগিতা। নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং তাদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সহায়তা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে মূল আলোচক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব (অব.) জনাব নাসিম ফারহানা শিরীন তার বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তাদের সম্ভাবনা আজ বিশ্ববাজারে নতুন সুযোগ তৈরি করছে। ব্যবসাবান্ধব নীতি, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারী উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবেন। GEW—এর মতো উদ্যোগ উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন CWCCI এর প্রতিষ্ঠাতা ড. মনোয়ারা হাকিম আলি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সীমা খাতুন, শামীম মোর্শেদ, সুলতানা নুর জাহান রোজী এবং পরিচালক চৌধুরী জুবাইরা সাকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা: মুনাল মাহবুব।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক কাজী তুহিনা আক্তার, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার, পরিচালক আমেনা শাহীন, বেবি হাসান, নুর আক্তার জাহান, নুজহাত নূয়েরী কৃষ্টি, রেহনুমা মরিয়ম তুলি এবং সুবর্ণা দে সহ অন্যান্য সদস্যবৃন্দ।







