আরও ভোট চাইলেন মিথিলা

আরও ভোট চাইলেন মিথিলা
বিশ্বের অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বর্তমানে তিনি ১২১ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে অবস্থান করছেন এবং আর কিছু ভোট পেলেই তিনি শীর্ষ স্থান অধিকার করতে পারবেন। এ অবস্থায়, মুকুট জয়ের লক্ষ্যে মিথিলা দেশবাসীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

থাইল্যান্ড থেকে একটি পোস্টে মিথিলা লিখেছেন, ‘পিপলস চয়েস ক্যাটাগরিতে আমাদের আর মাত্র কিছু ভোট প্রয়োজন। বাংলাদেশকে আবারও প্রথম স্থানে নিয়ে আসতে সবাই একটু বেশি ভোট দিন। ১৯ তারিখের পর আপনারা যেটা খুশি তা লিখতে পারবেন, কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক।’

মিথিলা তার পোস্টে আরো বলেন, ‘আপনাদের সমর্থন ছাড়া বাংলাদেশ এত ভোট কখনোই পেত না। ফিলিপাইন এখন আমাদের সঙ্গে প্রতিযোগিতায় থাকার জন্য ভোট কিনে ভোট দিচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের জনগণের শক্তি দেখিয়ে তাদের চেয়ে এগিয়ে রয়েছি।’

সম্প্রতি, বিকিনি পরিধান নিয়ে সামাজিকমাধ্যমে বিতর্কের মুখে পড়েছিলেন মিথিলা। তবে তিনি এ প্রসঙ্গে বলেন, ‘যারা আমার দেশের প্রতি বিদ্রূপ করে, আমরা তাদের উচিত জবাব দিতে চাই। আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশের শক্তি ও সম্ভাবনা।’

মিথিলা আরো বলেন, ‘আমাদের দেশের মানুষের শক্তির কারণেই এত ভোট পেতে সক্ষম হয়েছি। তাই, দয়া করে এই শেষ মুহূর্তে যেন কেউ পিছিয়ে না যান, সবাই একটু বেশি বেশি করে ভোট দিন।’

তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন হায়দার খান, এবং এটি রোহিঙ্গা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে। প্রযোজনায় রয়েছে লায়ন প্রোডাকশন, এবং তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ সঙ্গে।

এই মুহূর্তে মিথিলার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অবস্থান, তার দেশের জন্য একটি গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সমর্থন ও ভোটের মাধ্যমে মিথিলা তার প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email