চলতি বছর সবচেয়ে জনপ্রিয় তারকা আহান-অনীত

চলতি বছর সবচেয়ে জনপ্রিয় তারকা আহান-অনীত

চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এ তালিকার সবার উপরে রয়েছেন ভারতীয় সিনেমার উঠতি নায়ক আহান পান্ডে। এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ‘সাইয়ারা’খ্যাত বলিউড অভিনেত্রী অনীত পড্ডা।

এই প্ল্যাটফর্মে প্রতি মাসে ২৫০ মিলিয়নেরও বেশি দর্শকের পেজ ভিউয়ের ভিত্তিতে বাৎসরিক এই তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয় অনেক জনপ্রিয় তারকাই এবার এই তালিকার সেরা দশে জায়গা পাননি। এ তালিকার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন- আমির খান, ইশান কাট্টার, লক্ষ, রাশমিকা মান্দানা। এ তালিকার সপ্তম স্থানে জায়গা পেয়েছেন কল্যাণী প্রিয়দর্শন, অষ্টমে তৃপ্তি দিমরি, নবম রু´িণী বসন্ত ও দশম ঋষভ শেঠি।

চলতি বছরে ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন আহান পান্ডে। সেরার তকমা পেয়ে উচ্ছ্বসিত তিনি। এ অভিনেতা বলেন, “আমার কাছে এটি স্বপ্নপূরণের মতো। এ যেন পাওলো কোয়েলোর এক পূর্ণচক্র মুহূর্ত। সত্যি বলতে, এই স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তুলেছে; একইসঙ্গে আগামীর জন্য খুবই উচ্ছ্বসিত।”

কৃতজ্ঞতা প্রকাশ করে আহান পান্ডে বলেন, ‘আমি খুব শিগগির আমার দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে ফিরতে চাই। এই সম্মান আমাকে এমন এক অভিনয় দিতে উৎসাহিত করছে, যা মানুষের হৃদয়ে ছাপ ফেলবে।
ছেলের জন্য বাঁচতে চান দীপিকা

‘সাইয়ারা’ সিনেমায় আমি আমার নিজেকে সমর্পন করেছিলাম। আমার পাশে দাঁড়ানো পৃথিবীর প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাই। এই অর্জন আমাকে আজীবন লালন করার মতো কিছু দিয়েছে। তবে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই সেই মানুষদের, যারা একজন হৃদরোগ বিশেষজ্ঞের নাতিকে ভালোবাসার বাহক হতে দিয়েছেন। এর চেয়ে বেশি কাব্যিক কিছু হতে পারে না।’

এই প্রাপ্তির পর প্রতিক্রিয়া ব্যক্তি করেছেন তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা অনীত পড্ডা। ‘সাইয়ারা’ সিনেমা তার জীবন বদলে দিয়েছে। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, ‘সাইয়ারা’ সিনেমা আমাকে এমনভাবে বদলে দিয়েছে, যা আমি মাত্র বুঝতে শুরু করেছি। বিভিন্ন দেশ ও ভাষার মানুষ আমার কাজের সঙ্গে যুক্ত হয়েছেন- এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’

অনেক দিন ধরেই বলিউড যাত্রা নিয়ে স্বপ্ন বুনে আসছিলেন আহান পান্ডে। যশরাজ ফিল্মসের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজার। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপান। এ সিনেমায় অনীত পড্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আহান পান্ডে। এ জুটির রসায়নে মুগ্ধতা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা।

‘সাইয়ারা’ সিনেমার জ্বরে যখন বুঁদ হয়েছিলেন জেন-জিরা। তখনই আহান-অনীত জুটির প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায়। এরপর এই প্রেমের গুঞ্জন উসকে দিতেও দেখা গেছে আহান পান্ডেকে। পরবর্তীতে এই গুঞ্জন উড়িয়ে দেন আহান পান্ডে। তার দাবি-‘অনীত আমার ব্রেস্ট ফ্রেন্ড।’

চলতি বছরের ১৮ জুলাই মুক্তি পায় আহান-অনীত অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন মোহিত সুরি। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৫৭০-৫৮১ কোটি রুপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email