৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নারী শিক্ষা ও জাগরণ, নারী অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রতিবছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে এই পদক প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

এবারের আয়োজনে দেশের চারজন গুণী নারীকে তাদের অসামান্য অবদানের জন্য পদকে ভূষিত করা হয়।

এবার যারা পদক পেলেন তারা হলেন– নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

দক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নারীদের অধিকার ও ক্ষমতায়নে বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতি গঠনে নারীদের অবদান অপরিহার্য এবং সরকার নারীদের সম-অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email