চট্টগ্রাম মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

 

চট্টগ্রাম মহানগরে উৎসবমুখর পরিবেশে জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল-বিকেল দুই দফা পরীক্ষা সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও এনায়েত বাজার মহিলা কলেজ পৃথক দুটি কেন্দ্রে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জিনিয়াসের ১৩তম এই মেধাবৃত্তি পরীক্ষায় কেজি শ্রেণি থেকে অষ্টম শ্রেণির তিন হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

এসময় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি শাহ নওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হক মো. আবুল হোছাইন, সাংবাদিক গিয়াস উদ্দিন, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আ ক ম মুসলেহ উদ্দিন প্রমুখ।

এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, জিনিয়াস উপদেষ্টা লায়ন অনুপ কুমার রায়, জিনিয়াস ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, জিনিয়াস পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, সদস্য সচিব বিলকিছ আকতার প্রমুখ।

পৃথক দুটি কেন্দ্রে পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শিক্ষক রতন কান্তি শীল, রুপন কান্তি শীল। হল সুপার ছিলেন পুলক কুমার সেন ও মৃণাল কান্তি নাথ।

পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন জিনিয়াস যুগ্ম সদস্য সচিব সুশান্ত শীল, মুহাম্মদ রিদওয়ানুল হক, মুহাম্মদ নাসিম, ইমরান বিন ইসলাম, মো. শাহেদ, মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, সনজীব মজুমদার, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, অসিত নন্দী, ইরতেজাউর রহমান খান, ইসতিয়াক রহমান খান, তানজিম আহেমদসহ বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষক-শিক্ষিকা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email