এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, খেলাধুলা কেবল শরীর গঠনের মাধ্যম নয়, এটি মানুষের মনন, চরিত্র ও নেতৃত্ব গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। আজকের তরুণ সমাজ যদি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকে, তাহলে তারা সহজেই মাদক ও অপরাধের পথ থেকে দূরে থাকতে পারবে। এ ধরনের টুর্নামেন্ট একটি সুস্থ ও আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম একটি ক্রীড়াবান্ধব নগরী। এখানকার তরুণ ও প্রবীণ ক্রীড়াবিদদের এই মিলনমেলা আমাদের সামাজিক ঐক্যকে আরও শক্তিশালী করবে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক সমাজ গঠনের প্রত্যয়ে চট্টগ্রামে শুরু হয়েছে জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত এবং আর এন বি শিপিং লিমিটেড ও সাবিহা এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ইসরাফিল খসরু, সাবেক জাতীয় ফুটবলার ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব মো. সাইফুল আলম বাদশা ও জহিরুদ্দীন মোহাম্মদ বাবর।
জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মসিউল আলম স্বপনের সভাপতিত্বে এবং মোহাম্মদ সেলিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবির সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ মালেক, ক্রীড়া সংগঠক আরিফুর রহমান, মোহাম্মদ জমির, সাইদ আব্বাস, নজরুল বাবু, সোয়েব মাহমুদ, হায়দার কবির প্রিন্স, ফারুক খান, নুরুল আলম, আব্দুল আলিম স্বপন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সোহেল, একরামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা।
১৩টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিটাগাং মাস্টার্স ৫–০ গোলে সিপিএল লিজেন্ড দলকে পরাজিত করে দুর্দান্ত সূচনা করে। চিটাগাং মাস্টার্সের হয়ে জালাল করেন ৩টি গোল (হ্যাটট্রিক) এবং আসাদ করেন ২টি গোল। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জালাল। তার হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি ইসরাফিল খসরু।







