এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আজ রবিবার বেলা ১১ টায় রাউজানের গহিরায়, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম আকবর খোন্দকারের বাসভবনস্থ মাঠে বিশাল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব গোলাম আকবর খোন্দকার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব গোলাম আকবর খোন্দকার বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ়তা আজও আমাদের প্রেরণা জোগায়।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন শুধু বিএনপি’র নেত্রী নন, তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেতৃত্ব। আপসহীনতা, দেশপ্রেম ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত রেখে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও মানুষের অধিকার থেকে কখনো পিছু হঠেননি খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তিনি প্রমাণ করেছেন জনগণের শক্তির কাছে কোনো দমননীতি টিকে থাকতে পারে না। আজকের এই শোক সভা কেবল শোক প্রকাশ নয়, এটি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তেই বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।
উক্ত শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌরসভার বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, শফিউল আলম চৌধুরী, মোঃ নাসিম উদ্দিন চৌধুরী, সেলিম নুর, এইচ এম নুরুল হুদা, জি এম মুর্শেদ, মুরাদুল আলম, জিয়াউদ্দিন হায়দার, নাছির উদ্দিন, মোঃ ইদ্রিস মিয়া, কমেলিন্দু শীল, মোঃ একরামুল হক, শরাফত উল্লাহ বাবুল, দিদারুল আলম, আব্দুল মান্নান, এন এ বাবুল, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, মোঃ ফারুক, মোঃ দিদারুল আলম, আবছারুজ্জামান, মোঃ ইউনুছ, হাসান মুর্শেদ, মোঃ এমদাদ রহিম উদ্দিন ওয়াসিম, মহিউদ্দিন চৌধুরী, আওরঙ্গজেব সম্রাট, ইমরানুল হক সোহেল, মিনহাজ উদ্দিন, মুরাদুর রহমান বাবর, রায়হান উদ্দিন ইরফান , সাফায়েত হোসেন রাকিব, ফোরকান শিকদার ,মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, আল মারুফ চৌধুরী, মোঃ শোয়েব, মোঃ আরিফ, মোঃ মাহবুবুল আলম, কাজী মুর্শেদ, বেদারুল ইসলাম, মোঃ সেলিম, শেখ জাহাঙ্গীর, নাছির উদ্দিন, মোঃ নুরুল কবির, মোঃ শাকিল ইসলাম, নুরুদ্দীন, আব্দুল মান্নান, আক্তার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
শোকসভা ও মিলাদ মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় জনগণ ও অসহায়-দরিদ্র মানুষের জন্য কয়েক হাজার মানুষের খাবার আয়োজন করা হয়।







