এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান গত বছরের নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের দুই মাস পার হতে না হতেই ভক্তদের নতুন এক সুখবর দিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে যাচ্ছেন।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত এই অভিনেত্রী। তিনি আগে জানিয়েছিলেন যে একজন ধার্মিক ছেলেকে বিয়ে করতে চান। বিয়ের পর প্রিয়াঙ্কা জানান, তাঁর স্বামী নিয়মিত নামাজ পড়েন এবং সংসারজীবন নিয়ে তিনি অত্যন্ত সুখী।
বুধবার প্রিয়াঙ্কার জন্মদিন। নিজের জন্মদিনের বিশেষ মুহূর্তেই এই আনন্দ সংবাদটি সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি। প্রিয়াঙ্কা জানান, নিজের জন্মদিন উপলক্ষে জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পদার্পণ করছেন তিনি। মা হতে যাওয়ার খবরে তিনি যেমন আনন্দিত, তেমনি কিছুটা লাজুকও অনুভব করছেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে পৃথিবীতে নতুন অতিথির আগমনের কথা রয়েছে। তবে প্রিয়াঙ্কা জানান যে স্রষ্টা চাইলে সন্তান আরও আগেও আসতে পারে। তিনি ইতোমধ্যে অনাগত সন্তানের নামও ঠিক করে রেখেছেন।
অভিনেত্রী জানান যদি ছেলে সন্তান হয় তবে নাম রাখবেন আফফান বিন রাকিব। আর যদি মেয়ে সন্তান হয় তবে তার নাম রাখা হবে মারিয়াম বিনতে রাকিব। নিজের বিশেষ দিনে এমন সুখবর পেয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।







