এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। বেশ কয়েকদিন ধরেই তার নতুন প্রেমের গুনজন শোনা যাচ্ছে। আর সেই গুনজনের কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় গায়ক তলবিন্দর সিং সিধু। তবে এখন পর্যন্ত তাদের কেউই এ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবুও তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই।
বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে এ গুনজনের সূত্রপাত হয়। সেই বিয়ের আসর ছিল বলিউডের পরিচিত মুখে ভরা। সেখানেই অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দিশা পাটানি। কিন্তু নজর কাড়ে অন্য এক দৃশ্য। গায়ক তলবিন্দর সিং সিধুর সঙ্গে দিশার ঘনিষ্ঠ উপস্থিতি।
অনুষ্ঠানের তাদের দুজনকে একাধিকবার একান্ত সময় কাটাতে দেখা গেছে। কখনও পাশাপাশি বসে কথা বলা, কখনও আবার হাসিমুখে আড্ডা। সব মিলিয়ে সেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হতে বেশি সময় নেয়নি।
সেই ভিডিও অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিও ঘিরেই শুরু হয় আলোচনা। এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি তার চেয়েও বেশি কিছু? সামাজিক মাধ্যমের কানাঘুষায় দ্রুতই জায়গা করে নেয় নতুন প্রেমের গুঞ্জন।







