আগামী ৩০ জানুয়ারি মেরিডিয়ান কোহিনূর সিটির শুভ উদ্বোধন

আগামী ৩০ জানুয়ারি মেরিডিয়ান কোহিনূর সিটির শুভ উদ্বোধন

অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামবামীর শপিং ও বিনোদনের অভিজ্ঞতায় নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে মেরিডিয়ান হোতিষে এর সিগনেচার প্রজেক্ট মেরিডিয়ান কোহিনর সিটি। আগামী ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, নগরীর প্রাণকেন্দ্র দামপাড়ায় অবস্থিত চট্টগ্রামের সর্ববহৎ এক্সপেরিয়েন্স মলটির শুভ উদ্বোধন
এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়। উক্ত অনষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারপার্সন কোহিনূর কামাল, ডিরেক্টর আকিব কামাল সিইও শান্তনু বড়য়া এফসিএ মেরিডিয়ান হোল্ডিংস এর সিওও মোহাম্মদ ফাহিম, মেরিডিয়ান কোহিনূর সিটির এডভাইজর আসাদ ইফতেখার ও ব্যবসায়ীবৃন্দ।
থেকে তেইশ তলা পর্যন্ত লাক্সারি হোটেল তৈরি করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের প্রাইম লোকেশনে অবস্থিত মেরিডিয়ান কোহিনর সিটি আধনিক মেরিডিয়ান কোহিনর সিটি একটি ২৩ তলা বিশিষ্ট মিক্সড-ইউজ বিল্ডিং। যার প্রথম থেকে দশম তলা পর্যন্ত থাকছে সবিশাল শপিং মল, এবং এগারো স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার সমন্বয়ে নির্মিত একটি পূর্ণাঙ্গ শপিং, এন্টারটেইনমেন্ট ও লাইফস্টাইল ডেস্টিনেশন। মলটিতে রয়েছে সুপ্রশস্ত ডাবল অ্যাট্রিয়াম, দুইটি এস্কেলেটর, পাঁচটি লিফট দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য সরিশাল রূপ-অফ এরিয়া এবং পর্যান্ত পার্কিং সবিধা।
জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ভবনে রয়েছে তিনটি জরুরি বহির্গমন সিঁড়ি সার্বক্ষনিক সিসিটিভিড ক্যমেরা, আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, যা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সমাধান দিতে সক্ষম।
একই ছাদের নিচে সব বয়সী ক্রেতাদের জন্য থাকছে দেশি ও আন্তর্জাতিক ব্র‍্যান্ডের ফ্ল্যাগশিপ শো-রুম ও আউটলেটসমূহ। শিশুদের বিনোদনের জন্য রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় কিডস প্লে-জোন বাবুল্যান্ড। গ্লোবাল এক্সপেরিয়েন্স দিতে থাকছে সিঙ্গাপুরভিত্তিক সুপার মার্কেট মোস্তফা মার্ট। এছাড়াও বৈচিত্র্যময়
খাবারের অভিজ্ঞতা দিতে থাকছে আন্তর্জাতিক মানের ফুড কোর্ট টেস্ট টার্মিনাল, যেখানে উপভোগ করা যাবে নানা দেশের নানান স্বাদের খাবার। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কর্পোরেট ব্যক্তিত্ব, বিনিয়োগকারী, মিডিয়া ব্যাক্তিত্ব এবং ক্রেতা সাধারণ।
শপ, ফান, রিলাক্স এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামবাসীর দৈনন্দিন জীবনের নতুন গন্তব্য হয়ে উঠতে যাচ্ছে মেরিডিয়ান কোহিনূর সিটি।
ধন্যবাদান্তে,

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email