যতবার হোঁচট খেয়েছ ততবারই ঘুরে দাঁড়িয়েছ-অপু বিশ্বাস

যতবার হোঁচট খেয়েছ ততবারই ঘুরে দাঁড়িয়েছ-অপু বিশ্বাস

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন সাজের বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। ছবি প্রকাশের পরপরই তাঁর পোস্টটি নানা ইতিবাচক প্রতিক্রিয়ায় ভরে ওঠে।

যতবার হোঁচট খেয়েছ ততবারই ঘুরে দাঁড়িয়েছ-অপু বিশ্বাস

অনুপ্রেরণামূলক ক্যাপশন তবে শুধু ছবিই নয়, ভক্তদের বিশেষ নজর কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনটি। এই অভিনেত্রী লিখেছেন, ‘নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।’ মূলত নিজের জীবনের চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ফুটে উঠেছে তাঁর এই বার্তায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২৩ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

বড় পর্দায় ব্যস্ততা বর্তমানে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সামনে তাঁকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ছবিতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে। এর আগে অপু বিশ্বাসকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email