নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় আজ আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করেছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সালাউদ্দীন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটটির উদ্বোধন করেন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ এনায়েত উল্লাহ চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, স্ট্যান্ডব্যাংক ম্যানেজার ফাইজুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, মৌলনা ইব্রাহিমসহ অন্যান্যেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি সালাউদ্দীন আলী বলেন—“শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়কে বিশ্বায়নের যুগে এগিয়ে নিতে ওয়েবসাইট www.nongalmorahs.edu.bd চালু করা হয়েছে। এই ওয়েবসাইটটি বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে।”

তিনি আরো বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে। শিক্ষাক্ষেত্রেও আইসিটি নতুন মাত্রা যোগ করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদান, পরীক্ষা, ফলাফল, ভর্তি, রুটিনসহ নানা তথ্য শিক্ষার্থী ও অভিভাবকদের হাতের নাগালে পৌঁছে যাবে। পাশাপাশি বিদ্যালয়ের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সালাউদ্দীন আলী জানান, “আমরা চাই ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করুক। এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক তৈরি হবে। বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে ওয়েবসাইটটি শিক্ষার্থীদের সৃষ্টিশীল বিকাশ, জীবনমুখী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে সহায়ক হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীল চিন্তা ও সাংস্কৃতিক বিকাশে বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা রাখবে।

বর্তমানে বিদ্যালয়টি দক্ষ ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে একঝাঁক মেধাবী শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতা কামনা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email