গণতান্ত্রিক প্রক্রিয়া ও নিয়মতান্ত্রিক পন্থায় সমাজ পরিবর্তনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে -জামায়াত

গণতান্ত্রিক প্রক্রিয়া ও নিয়মতান্ত্রিক পন্থায় সমাজ পরিবর্তনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে -জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে সমাজে পরিবর্তন আনার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নিয়মতান্ত্রিক পন্থায় অগ্রসর হতে হবে। শুধু কথা বলে নয়, নির্বাচনী কাজে আমাদের কার্যকরভাবে সহযোগিতা করতে হবে, যাতে সমাজে সুষ্ঠু ও কার্যকর পরিবর্তন আনা যায়।

চকবাজার থানা জামায়াতে দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান।
শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন পাঁচলাইশ থানা আমীর ইন্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

ভারপ্রাপ্ত আমীর বলেন, এটি শুধু আমাদের রাজনৈতিক দায়িত্ব নয়, বরং একটি নৈতিক দায়িত্ব। যদি আমরা সঠিক পথে চলতে চাই, তাহলে রাজনৈতিক সংস্কারের প্রতি আমাদের একযোগভাবে মনোনিবেশ করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি সুষ্ঠু, এবং আইনানুগ সমাজ প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, পিআর সিস্টেমসহ রাজনৈতিক সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা, যা জনগণের ন্যায়বিচার নিশ্চিত করবে, অত্যন্ত জরুরি। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি মর্যাদা প্রদানসহ নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন করা প্রয়োজন, যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়।

তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আরও বলেন, “আমরা একে অপরকে সহযোগিতা করে, জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেলে তবেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো। আমাদের শৃঙ্খলা, ত্যাগ ও পরিশ্রমই সমাজে পরিবর্তন আনার শক্তি।

উক্ত শিক্ষা বৈঠক আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, বায়তুলমাল সম্পাদক জসিম উদ্দিন, অফিস সম্পাদক আব্দুল রাকিব, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, থানা কর্মপরিষদ সদস্য এরশাদুল ইসলাম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email