চাকসু নির্বাচন: ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

চাকসু নির্বাচন: ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করানো হবে। টেস্টে পজিটিভ ফল এলে প্রার্থিতা বাতিল হবে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টায় নির্বাচন পরিচালনা কমিটি কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রকাশ করে।

বিধিমালায় বলা হয়, চাকসু নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

এর আগে চাকসু নির্বাচন পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ ’ শিরোনামে আচরণ বিধি প্রকাশ করা হয়।

নির্বাচনের আচরণ বিধিমালায় আরও বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোন প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসতে পারবেন না। কোনো প্রার্থী কর্তৃক রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কোন প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোন সংগঠনের কেউ কোন প্রকার বাঁধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে। ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

ডোপ টেস্টের বিষয়ে জানতে চাইলে চবি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। আমরা এজন্য প্রশাসনকে সাধুবাদ জানাই।’

চবি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ‘এটা প্রশাসনের সিদ্ধান্ত। এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ভালো সিদ্ধান্ত বলেই আমরা মনে করি।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘প্রার্থীরা মনোনয়নপত্র নেওয়ার সময় ডোপ টেস্টের জন্য একটি কার্ড প্রদান করা হবে। সেই কার্ড নিয়ে চবি মেডিকেল সেন্টারে গিয়ে টেস্টের নমুনা দিতে হবে। মেডিকেল কর্তৃপক্ষ টেস্টের রিপোর্ট প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠাবেন। ডোপ টেস্টের ফি প্রার্থীকে বহন করতে হবে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email